আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই || ঘোষণা করা হয়েছে ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট। আগামী ৮ই অগাস্ট ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। গণনা হবে দিন ১২ই অগাস্ট। বুধবার রাজ্যের নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান।
এদিন তিনি বলেন, আগামী ১১ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ই জুলাই। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে আগামী ১৯শে জুলাই এবং মনোনয়ন পত্র প্রত্যাহার করার অন্তিম দিন হল ২২শে জুলাই। ১৭ই আগস্টের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত করতে হবে বলে এদিন জানান তিনি।
উল্লেখ্য, ত্রিস্তর পঞ্চায়েতের অধীনে ত্রিপুরায় ৮টি জিলা পরিষদ, ৫০টি পঞ্চায়েত সমিতি এবং ৫৮৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। ত্রিস্তর পঞ্চায়েতে মোট ১২ লক্ষ ৯৫ হাজার ৮৬ জন ভোটার রয়েছেন। রাজ্যের ৩৫টি ব্লকে ৬ লক্ষ ৫৯ হাজার ১৩ জন পুরুষ, ৬ লক্ষ ৩৬ হাজার ৬২ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ১১ জন ভোটার পঞ্চায়েত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।