আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই || রাজধানীর ঊষাবাজারস্থিত ভারত রত্ন সংঘের সম্পাদক ভিকি হত্যাকাণ্ডে মূল মাস্টার মাইন্ড রাজু বর্মণকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে বিমানে করে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়েছে। শুক্রবার ভারত রত্ন সংঘের সম্পাদক হত্যাকাণ্ডে মূল মাস্টার মাইন্ড রাজু বর্মণকে হেলমেট পড়িয়ে মুখ ঢেকে আদালতে তোলা হয়েছে। এদিন আঁটোসাটো নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয়।
এই মূল অভিযুক্তকে অতিসত্বর ফাঁসি দেবার দাবিতে এদিন আগরতলা কোট চত্বরে জমায়েত হয় এলাকাবাসীরা। তাদের দাবি এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মণ যাতে কোনভাবেই জামিন না পায়। পাশাপাশি তাকে ফাঁসি দেওয়ার দাবী তুলেন এলাকাবাসীরা।