বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুলাই || রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন ঘোষনার পর সারা রাজ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে সিপিআই(এম)। অশান্তির বাতারন সৃষ্টি করার লক্ষ্যে লোকজনদের বিভ্রান্ত করার জন্য রবিবার সারা রাজ্যে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে সিপিআই(এম)। এমনটাই অভিযোগ এনেছে শাসকদল বিজেপি।
রবিবার সিপিআই(এম)’র ডাকা ১২ ঘণ্টার বনধের কোনোপ্রকার প্রভাব পরেনি গোটা রাজ্যে। পাশাপাশি প্রভাব পরেনি জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রেও। রবিবার সকাল থেকে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দোকানপাঠ ছিলো খোলা ও যান চলাচল ছিলো স্বাভাবিক। জোলাইবাড়ীবাসী বিগতদিনে সিপিআই(এম)’র অপশাসন দেখেছেন। বর্তমান সময়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মন্ডল সভাপতি অজয় রিয়াং ও যুব মোর্চার মন্ডলের সাধারন সম্পাদক রাজীব বিশ্বাসের নেতৃত্বে সমগ্র জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়ন দেখছে সাধারন লোকজনেরা। সকলের কাছে কোনোপ্রকার আন্দোলন ছারাই সরকারী সুযোগ সুবিধাগুলি পৌঁছে যাচ্ছে। এইধরনের উন্নয়নমূলক কর্মসূচী দেখে জোলাইবাড়ীবাসী বিধানসভা নির্বাচনে যেভাবে বামেদের প্রত্যাখান করেছে সেইভাবে রবিবার বামেদের ডাকা বন্ধকে প্রত্যাখান করেছে। সকলে বুঝতে পেরেছে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচী স্তব্ধ করতে বামেরা পরিকল্পনা করেছে। বামেদের এই পরিকল্পনা কোনোপ্রকারে সার্থক হতে দেবেনা জোলাইবাড়ীবাসী। মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে সকলে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে রাজ্য সরকারের পাশে থাকবে বলে জানান বিজেপি নেতৃত্বরা।