গোপাল সিং, খোয়াই, ১৭ জুলাই || ধারালো অস্ত্র দিয়ে নিজের মা’কে খুন করলো ছেলে। ঘটনা ঘটনা খোয়াই থানাধীন রতনপুর এলাকার ঝরা বস্তি এলাকায়। জানা যায়, ঘরের দা দিয়ে নিজের মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দেয় ছোট ছেলে। ঘাতক এই ছেলের নাম হল হরিচরণ ঝড়া। নিহত মায়ের নাম পার্বতী ঝড়া (৫৫)। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে।