আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই || সামনেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিজেদের মনোনয়নপত্র জমা করছেন রাজনৈতিক হল গুলো। অভিযোগ, পশ্চিম ত্রিপুরা জেলায় সিপিআই(এম) দলের প্রার্থীরা বেশ কিছু জায়গায় মনোনয়নপত্র জমা দিতে পারেনি দুষ্কৃতীদের আক্রমণে। তাই বাধ্য হয়ে রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআই(এম) পশ্চিম ত্রিপুরা জেলা অফিসের সামনে থেকে এক র্যালী করে রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এসে রাস্তা আটক করে বিক্ষোভ কর্মসূচির পালন করে বিরোধী দল সিপিআই(এম)।