আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই || আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উৎসবের মেজাজে নিজেদের মনোনয়নপত্র দাখিল করছেন বিজেপি দলের প্রার্থীরা। বৃহস্পতিবার বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার লক্ষ্যে রাজধানী আগরতলায় এক সুবিশাল র্যালীর আয়োজন করা হয়। এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক সুবিশাল র্যালী বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এসে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদিন এই সুবিশাল র্যালীতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা।