বিবর্তন ও অভিমুখ সামাজিক সংস্থার উদ্দ্যোগে শুক্রবার থেকে তিনদিন ব্যাপী নাটকের আয়োজন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৮ জুলাই || বর্তমান সময়ে অধিকাংশ যুবক নেশার করাল গ্রাসে আচ্ছন্ন হয়ে পরছে। যুব সমাজকে নেশার করালগ্রাস থেকে মুক্তি দিতে ও পুরানো ঐতিহ্যকে টিকিয়ে রাখার লক্ষ্য এইবছর প্রথমবারের মতো শান্তিরবাজারের বিবর্তন সামাজিক সংস্থা ও উদয়পুরের অভিমুখ সামাজিক সংস্থার উদ্দ্যোগে শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে তিনদিন ব্যাপী নাটকের আয়োজন করা হয়েছে। এই তিনদিন ব্যাপী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৭টি নাট্য সংস্থা নাটক করার জন্য অংশগ্রহণ করবে। ১৯শে জুলাই একগুচ্ছ আমন্ত্রীত অতিথিদের দ্বারা অনুষ্ঠানের শুভসূচনা করা হবে। শুক্রবার থেকে প্রতিদিন বিকেল ৬ ঘটিকা থেকে বিভিন্ন থিমের উপর বিভিন্ন দল নাটক মঞ্চস্থ করবেন। এই নাটক সকলে বিনামূল্যে দেখতে পারবেন। নাটক দেখার ক্ষেত্রে কোনোপ্রকার এন্ট্রি ফি নেই বলে জানালেন সংস্থার সদস্যরা। উনারা আশা ব্যক্ত করেন এইধরনের অনুষ্ঠান করা হলে পুরানো ঐতিহ্যকে টিকিয়ে রাখার পাশাপাশি যুবসমাজও নেশার করলগ্রাস থেকে মুক্তি পাবে।
দুই সামাজিক সংস্থার উদ্দ্যোগে আয়োজিত এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন বিবর্তন সামাজিক সংস্থার সেক্রেটারি সুরজিৎ সরকার, কোষাধ্যক্ষ দেবব্রত দত্ত, অভিমুখ সামাজিক সংস্থার সদস্য অভিজিৎ দাস সহ দুই সংস্থার সদস্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*