মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জনজাতি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৯ জুলাই || উপজাতি অংশের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানে অন্যান্য বছরের ন্যায় এইবছরও মুড়াসিং সিকলা বদলের উদ্দ্যোগে কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার পতিছড়ী মুড়াসিং পাড়া কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ২০২৪ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতি জনজাতি অংশের ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভসূচনা করেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবর্বমা।
উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিএএডিসি’র এক্সিউটিভ মেম্বার রবীন্দ্র দেবর্বমা, দক্ষিন ত্রিপুরা জেলার জোনালের চেয়ারম্যান ডেভিড মুড়াসিং, জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, সুনিল মুড়াসিং হদা তৈফাং মুড়াসিং কমিউনিটি, মুড়াসিং সিকলা বদলের প্রেসিডেন্ট রাজেশ মুড়াসিং সহ অন্যান্যরা।
এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এই ছাত্রছাত্রীরা আগামী দিন সমাজগড়ার একজন কারিগর। এই যুবসমাজের ছাত্র-ছাত্রীদের নিয়ে আমাদের আশা ভর্ষা অনেক, রাজ্য দেশ এবং রাষ্ট্রহিতে অনেক ভূমিকা থাকবে এই ছাত্র-ছাত্রীদের। তিনি বলেন, বিগত সরকারের আমলে ছাত্রছাত্রীদের জন্য অনেক কম অর্থ ব্যয় করা হতো, এখন বিজেপি-আইপিএফটি ও তিপ্রা মথা দলের জোট সরকারের সময় ছাত্রছাত্রীরা ১০ লক্ষ টাকা পর্যন্ত পড়াশোনার জন্য বৃত্তি পাবে। জনজাতি কল্যাণ দপ্তর তার ব্যবস্থা করবে। মন্ত্রী উনার বক্তব্যের মধ্যদিয়ে জানান, যেকোন জাতি উন্নতির শিখরে পৌঁছতে হলে প্রথমত শিক্ষার প্রয়োজন। তাই শিক্ষাকে গুরুত্ব দিয়েই কাজ করছে রাজ্য সরকার।তাই ছাত্র-ছাত্রীদের উৎসাহ যুগিয়ে সরকারের এই লক্ষ্যকে বাস্তবায়ন করতে  মুড়াসিং শিখলা বদলে  ছাত্র-ছাত্রীদের প্রতি এই ধরনের অভাবনীয় উদ্যোগ দেখি আমি খুশি। পাশাপাশি মন্ত্রী আরো বলেন, যখনি যা প্রয়োজন সর্বাঙ্গিকভাবে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব পাশে আছি আপনাদের।
অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের বক্তব্য শেষে মাধ্যমিকে উত্তির্ণ ৫০ জন ছাত্রছাত্রী ও উচ্চমাধ্যমিকে উত্তির্ণ ২০ জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।  মুড়াসিং সিকলা বদলের উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*