দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ মে ।। বেসরকারী বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কর্ণধার প্রলয় ধরের আকস্মিক প্রয়াণে সংবাদ ক্ষেত্রে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার একটি বেসরকারী হাসপাতালে প্রলয় ধরের আকস্মিক মৃত্যু হয়। রবিবার মৃতদেহ বাড়িতে নিয়ে এলে শিক্ষক সংগঠন সহ অনেকেই সেখানে পুস্পার্ঘ অর্পণে শ্রদ্ধা জানিয়েছেন, তারপর মরদেহ নিয়ে যাওয়া হয় আকাশ ত্রিপুরা কার্যালয় এবং নিয়ে যাওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে। সেখানে রাজ্যের মূখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য সাংবাদিকরা প্রলয় ধর কে শেষ বিদায় জানিয়েছেন।