সাগর দেব, তেলিয়ামুড়া, ২১ জুলাই || তেলিয়ামুড়ায় বনকর্মী হত্যার ঘটনার ইতি টানতে আরও একধাপ এগিয়ে গেল তেলিয়ামুড়া থানার পুলিশ। শনিবার ঘটনার সাথে জড়িত মৃত কিংকর দেবনাথের স্ত্রী এবং তার প্রেমিক তথা প্রমোটার অমিত ঘোষকে আটক করে পুলিশ। তাদের স্বিকারোক্তিতে পুলিশ একপ্রকার নিশ্চিত হয় আটক দু’জনই মূল আসামি। শনিবার রাতে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে জোড় জিজ্ঞাসাবাদ চালানো হয় অভিযুক্ত দু’জনকে।
পরে রবিবার খোয়াই জেলার ক্রাইম ব্রাঞ্চ এবং তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্তদের নিয়ে খুনের ঘটনাস্থলে নিয়ে আসেন। সেখানেই আটক অভিযুক্তরা খুনের পুরো ঘটনা কিভাবে ঘটিয়েছিল তা পুলিশের সামনে তুলে ধরে। ৪৮ ঘন্টার মধ্যেই ওসি রাজীব দেবনাথের বিচক্ষণতা এবং কর্মমদক্ষতায় বন কর্মী কিংকর দেবনাথের মৃত্যুর রহস্য উনমোচন এক প্রকার প্রমানিত বলা চলে। তবে ঘটনায় আরও কিছু তথ্য লুকিয়ে থাকতে পারে বলেও আশংকা করছে পুলিশ। আগামী দিনে তদন্তে তা আরও স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে। এদিকে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের তদন্তে বা পুলিশি ব্যবস্থায় সাধারনের মধ্যে যথেষ্ট ভালো বার্তা ছড়িয়ে পরে।