সুব্রত দাস, গন্ডাছড়া, ২৩ জুলাই || কিছু দিন পূর্বে কংগ্রেস দলের কেন্দ্রীয় একটি টিম বহু চেষ্টা করেও গন্ডাছড়া মহকুমার শরণার্থীদের সঙ্গে দেখা করার জন্য সরকারী কোন অনুমতি না পেয়ে ব্যর্থ মনোরথে দিল্লীতে ফিরে যান। মানুষ মানুষের জন্যে চির সত্য বাণীটিকে সামনে রেখে অমরপুরের কাজ সেরে সোমবার গন্ডাছড়ায় আসার চেষ্টা করেছিলেন রাজ্য কংগ্রেস দলের হেভিওয়েট নেতৃত্ব সুদীপ রায় বর্মণ, আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। কিন্তু পূর্ব পরিকল্পিত অনুযায়ী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে পুলিশ আটকে দেয় মহকুমার বাবুশাই এলাকায়। উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় ধরে তর্কবিতর্ক হওয়ার ফাঁকে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিককে উদ্দেশ্য করে সুদীপ রায় বর্মণ বলেন, আপনিতো কাজের কাজ কিছুই করতে পারেন না। কাজের সময় বাঁদরের মতো লেজ ঘুটিয়ে বসে থাকেন। পরিশেষে বাবুসাই থেকেই ফিরে যান সুদীপ রায় বর্মণ সহ অন্যান্য নেতৃত্ব।