সুব্রত দাস, গন্ডাছড়া, ২৩ জুলাই || কংগ্রেসের পাশাপাশি গন্ডাছড়ায় যাওয়ার পথে আটকে দেওয়া হলো রাজ্যের বিরোধী দলনেতা তথা বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিআই(এম) প্রতিনিধি দলকে। বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিআই(এম) প্রতিনিধি দলে আরো দুই বর্তমান বিধায়ক সহ প্রাক্তন বিধায়করা ছিলেন।
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, রবিবার রাত ৯টা পর্যন্ত উনার কথা হয়েছিল ধলাই জেলা শাসকের সাথে। জেলাশাসক তাদের অনুমতি দেওয়ার পাশাপাশি কোন রাস্তা দিয়ে গন্ডাছড়ায় যেতে হবে সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছিলেন। কিন্তু জেলা শাসকের অনুমতি নিয়ে সোমবার গণ্ডাছড়া যাওয়ার পথে ডিসিএমের নেতৃত্বে পুলিশ দল তাদেরকে আটকে দেয়। জিতেন্দ্র চৌধুরী প্রশাসনের এই কর্মকাণ্ডকে অনৈতিক বলে অভিযোগ করেছেন। তিনি প্রশ্ন তুলেন গতকাল রাতে নতুন কোন ঘটনা গন্ডাছড়াতে সংঘটিত হয়েছে কিনা? যদি না হয়ে থাকে তাহলে কেন জেলাশাসকের অনুমতির পরও হঠাৎ করে এই ধরনের প্রতিবন্ধকতা। প্রশাসন গন্ডাছড়ার ঘটনায় বিশেষ কিছু লুকোতে চাইছে বলে অভিযোগ বিরোধী দলনেতার।
প্রশাসন একদিকে বলছে গন্ডাছড়ার পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে।