আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই || বুধবার ভারতীয় ভুখন্ডে এক বাংলাদেশী মানব পাচারকরি গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, গত ২৩শে জুলাই আগরতলা রেল স্টেশন থেকে যে ৪ জন বাংলাদেশী নাগরিকে আটক করেছিল আগরতলা জি আর পি থানার পুলিশ, তার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উনাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাজধানীর জয়নগর বর্ডার গুলছক্কর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃত ব্যাক্তির নাম অনিকুল শিখ, বয়স ৪২ বছর। বাড়ি বাংলাদেশের চাপাই নাবাবগঞ্জে।