বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৭ জুলাই || সরকারি অর্থ নয়ছয় করার অভিযোগ উঠলো এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার বীচন্দ্র মনু বাজারের উন্নয়নে নতুন করে সেড ঘর নির্মানের কাজ বরাদ্ধ করা হয়। রেগার ফান্ড থেকে এই কাজ করানো হচ্ছে বলে জানা যায়। কাজের দায়িত্বে রয়েছেন বকাফা ব্লকের ইঞ্জিনিয়ার দেবব্রত দত্ত। বীরচন্দ্র মনু বাজারে যেই জায়গায় সেড ঘর নির্মান করা হচ্ছে সেই জায়গায় বিগত দিনে লোহার পাইপ ব্যবহার করে টিনের ছাউনি দিয়ে একটি সরকারি সেড ঘর ছিলো। নতুন কাজ শুরুর পূর্বে ইঞ্জিনিয়ার বাবুর তত্বাবধানে পুরানো ঘরটি ভাঙ্গা হয় বলে জানা যায়। পুরানো ঘরটি ভাঙ্গার পর রাতারিত ঘরে ব্যবহৃত সামগ্রী গায়েব হয়ে পরে। স্থানীয় লোকজনদের অভিযোগ ইঞ্জিনায়ার দেবব্রত দত্ত কোনো প্রকার টেন্ডার ছারা নিজের পকেট ভারী করার জন্য এগুলি বিক্রি করে দিয়েছে।
ঘটনার সত্যাতা জাচাই করতে ইঞ্জিনিয়ার বাবুর সঙ্গে টেলিফোনে আলাপ করলে তিনি সমগ্র ব্যাপরটি অস্বীকার করেন। তিনি জানান, এই জায়গায় পূর্বে ঘর ছিলোনা, সেই বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি নাকি খালি জায়গায় ভেন্ডারকে দিয়ে সেড ঘরেরে কাজ করে যাচ্ছেন। স্থানীয় কিছু শুভবুদ্ধী সম্পন্ন লোকজন ঘটনার সত্যতা জাচাই করতে গিয়ে দেখে বিগতদিনে সেড ঘরের কাজে ব্যবহৃত লোহার কিছু সামগ্রী এলাকার একজন লোকের বারিতে রয়েছে। বাড়ীর মালিকের নিকট জানতে চাইলে তিনি জানান, এগুলি তিনি ক্রয় করেছেন। সরকারি সামগ্রী বিনা টেন্ডারে কিভাবে বিক্রি করা হলো, কত টাকার সামগ্রী বিক্রি করা হয়েছে, এই সরকারি সামগ্রীর বিক্রির অর্থ কার কার পকেটে গেছে, এইনিয়ে নানান প্রশ্ন করতে শুরু করেছিলো সাধারন লোকজেনার।
বকাফা ব্লকের বিডিও একজন সৎ লোক। তিনি নিষ্ঠার সহিত কাজ করার প্রয়াস চালিয়েযাচ্ছে। ব্লকের ইঞ্জিয়ারের বিরুদ্ধে উঠে আসা অভিযোগ তদন্তের মাধ্যমে তিনি প্রকাশ করে ইঞ্জিনিয়ারকে উপযুক্ত শাস্তি প্রদান করবে বলে আশা ব্যক্ত করেন সকলে।