আগরতলা, ১১ মে ।। পথশিশু বলতে প্রথমেই আমাদের চোখের অন্তরালে চলে আসে যে কোন প্রকার জন্ম-পরিচয়হীন শিশুদের কথা । এই পথশিশুদের কি কোন প্রকার পরিচয় মিলবে না ? কি তাদের পরিচয় , কি তাদের জীবনের মানে, কি কারণে প্রতি মুহূর্তে তাদের যুদ্ধ করে বেঁচে থাকতে হবে কেনই বা তারা একজন নাগরিকের মৌলিক অধিকার ভোগ করতে পারবে না ? এই প্রতিবেদকের এইসব প্রশ্নগুলো শুনলে হয়ত পাগল ছাড়া আর কোন উপাধি কেউই দিবে না। তারপরেও আমার এই প্রশ্নগুলো সবার সামনে তুলে ধরলাম । এইসব পথশিশুরাও তো আমাদের দেশের নাগরিক। নাইবা থাকল তাদের পিতৃ-মাতৃ পরিচয় । কিন্তু এই সব পথশিশুদের সবচেয়ে বড় পরিচয় হল তারা আমাদের দেশের সন্তান। তাদেরও অধিকার রয়েছে দেশের সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করার। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে, এসব পথশিশুদের যদি সঠিক ভাবে বেড়ে উঠার সুযোগ করে দেওয়া যায়। তাহলে নিশ্চিতভাবে আমরা একদিন অনেকগুলো দেশ গড়ার কারিগর খুঁজে পাব। কিন্তু এর জন্য তো কোন সাংবাদিক বা সাধারণ মানুষের ইচ্ছা যথেষ্ট নয়। এর জন্য আমাদের দেশের সরকার বা উচ্চবিত্তদের সুনজরের প্রয়োজন। দেশের সকল অংশের মানুষ এবং সরকারের নিকট আবেদন জানাচ্ছি যে, পথশিশুদের পিতৃ-মাতৃ পরিচয়ের প্রয়োজন নেই তাদের সঠিকভাবে বেড়ে উঠতে দিন্তে সাহায্য করুন। যেখানে তাদের মাঝে শুধু জ্ঞান-বিজ্ঞানের পর্যালোচনা এবং নাগরিকের মৌলিক অধিকার গুলো ভোগ করতে পারবে।