আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই || আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে সাবরুমের দৈত্তেশ্বরী কালী বাড়ির পুকুর থেকে জল সংগ্রহ করে সাব্রুমের প্রচুর সংখ্যক ভক্তরা পায়ে হেঁটে ৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করে জলেফা শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন। এদিন সাব্রুমের দৈত্তেশ্বরী কালী বাড়ির পুকুর থেকে এই জল নিয়ে সকাল পাঁচটায় ভক্তরা পায়ে হেঁটে রওনা হয় জলেফা শিব মন্দিরের উদ্দেশ্যে।