আগরতলা, ১১ মে ।। রাজ্য জুড়ে কালবৈশাখীর রুদ্র চেহারায় জনজীবনে প্রভাব পড়েছে। সোমবার সকালে প্রচন্ড বেগে ঝড় মুহূর্তেই আগ্রাসী থাবায় ঘরের ছাউনী উড়িয়ে নিচ্ছে আবার কোথাও উপরে ফেলে দিচ্ছে বিশালাকার বৃক্ষ। রাজধানীর শকুন্তলাতে সকালের বৃষ্টিতেই রাস্তায় জল উঠে যায়। বৃষ্টিতেই চাঁদিফাটা গরমের হাত থেকে রেহাই পেয়ে ছিল রাজ্যবাসী, সোমবারের বৃষ্টি আরও স্বস্তি দিল। দাবদাহের হাত থেকে মুক্তি পেতে কালবৈশাখির প্রত্যাশা করছিলেন শহরবাসী৷