আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগস্ট || আগামী আগষ্ট বা সেপ্টেম্বর মাস থেকে এসএসসি জিডি কনস্টেবল ফিজিক্যাল টেস্ট শুরু হবে। সেখানে এই জাল সার্টিফিকেটধারি বহিরাগত প্রার্থীদের বাতিল করার আবেদন নিয়ে রাজ্যের চাকুরী প্রার্থীরা শুক্রবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
এদিন এক চাকুরী প্রার্থী অভিযোগ করে জানান, এসএসসি জিডি কনস্টেবল পদে জাল সার্টিফিকেট বানিয়ে ত্রিপুরা রাজ্যের বেকার যুবক-যুবতিদের চাকরি হাতিয়ে নিচ্ছে অন্য রাজ্যের বহিরাগত প্রার্থীরা।
তারা অভিযোগ করে বলেন, ২০২১ ও ২০২২-এর এসএসসি জিডি কনস্টেবল শূন্যপদগুলোতে অনেক বহিরাগত প্রার্থীরা পরীক্ষা দিয়ে পাশ করেছে এবং ত্রিপুরার শূন্যপদগুলো হাতিয়ে নিয়েছে। ত্রিপুরা রাজ্যের শূন্যপদ অন্যান্য বাজ্যের তুলনায় অনেক কম। তার ভেতর বহিঃরাজ্যের প্রার্থীরা জাল সার্টিফিকেট বানিয়ে রাজ্যের প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করে শূন্যপদ ছিনিয়ে নিচ্ছে।
এদিন তারা বিক্ষোভের পাশাপাশি রাজ্য সরকারের কাছে দাবি রাখে জাল সার্টিফিকেটধারী বহিরাগত প্রার্থীদের বাতিল করার জন্য।