গোপাল সিং, খোয়াই, ০৩ আগস্ট || খোয়াইয়ের পশ্চিম গণকী গ্রাম পঞ্চায়েত এলাকায় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক জনসমাবেশে বাম আমলের প্রাক্তন প্রধান মহানন্দ দাস বিজেপিতে স্বেচ্ছায় যোগদান করেন। শনিবার এই জনসমাবেশে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ খোয়াই বিধানসভা কেন্দ্রের নেতৃবর্গ।
অপরদিকে এদিন সকালে খোয়াই জেলা পরিষদের ৪নং আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনিত প্রার্থী রঞ্জিত দেবনাথের সমর্থনে বারবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি সংগঠিত করল কংগ্রেস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুত ভট্টাচার্য সহ অন্যান্য কর্মীরা।