আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || নিষ্ঠা ভক্তির সঙ্গে যুগ যুগ ধরে ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজো হয়ে আসছে। রাজ শাসনের সময় থেকেই রাজ্যে কের পূজোর প্রচলন। যেখানে কের পূজো হয় সেখানকার নির্দিষ্ট সীমানায় বিশেষ নিয়ম পালন একান্ত জরুরি। ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজোর মধ্য দিয়ে রাজ্যের সার্বিক মঙ্গল কামনা করা হয়। মূলত কের পূজো হচ্ছে দেশ দশের কল্যানের পূজো।
শুক্রবার রাত ১০টা থেকে লেগেছে কের। তখনই ত্বোপধ্বনি হয়। শনিবার দিনভর কের পূজোর পর রবিবার সকালে ছাড়বে কের।
উল্লেখ্য, কের শব্দের অর্থ হলো সীমানা। অর্থাৎ সীমানা নির্ধারিত করে উজ্জয়ন্ত প্রসাদে করা হয় কের পূজা। রাজন্ন আমল থেকে হয়ে আসছে এই পূজা। চৌদ্দ দেবতার পূজার দুই সপ্তাহ পর অনুষ্ঠিত হয় এই পূজা।