দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৯ আগষ্ট ।। বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হল ২৯শে আগষ্ট, সমাপ্তি ৩রা সেপ্টেম্বর। মোট ছয় দিনের হলেও অধিবেশনের কর্ম দিবস হবে ৪ দিনের। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে বিরোধীদল সরকার পক্ষকে চেপে ধরার কৌশল ঠিক করবে বলতে দ্বিধা নেই। তবে বিরোধীদল নেতার অনুপস্থিতিতে বিধানসভার অধিবেশনের আক্রমন কতটা সার্থক হবে সেটাই দেখার।
ফাইল ছবি।