আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগস্ট || গত বছরের ন্যায় এবছরও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি গোটা ভারতবর্ষের সঙ্গে রাজ্যেও পালিত হবে। প্রতিটি ওয়ার্ড, প্রতিটি বাড়ি, প্রতিটি বাজারে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে তিন দিনব্যাপী জাতীয় পতাকা উত্তোলন নিয়ে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কাউন্সিল বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি এম এম এন ইউ পি কার্যক্রমের পর্যালোচনা করা হয় এদিনের এই বৈঠকে। এদিন নানাবিধ বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, প্রতিমাসেই এরকম কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়।