আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগস্ট || ‘এক টুকরো অযোধ্যা’ এই থিমকে সামনে রেখে আসন্ন দুর্গাপূজোর মন্ডপ তৈরি করবে রাজধানীর ফ্লাওয়ার্স ক্লাব। এবারের পূজোর বাজেট ধরা হয়েছে ৬৫ লক্ষ টাকা। অযোধ্যার বিভিন্ন চিত্র, লাইট অ্যান্ড সাউন্ড এর মাধ্যমে তুলে ধরা হবে ফ্লাওয়ার্স ক্লাবের পূজো মন্ডপে। মন্ডপ তৈরি করবেন নবদ্বীপের সাধক ডেকোরেটর। প্রতিমা তৈরি করবেন নবদ্বীপের
নাড়ু গোপাল দাস। আলোক সজ্জায় থাকবে পশ্চিমবঙ্গের চন্দননগরের শিল্পীরা।
বুধবার রাজধানীর ফ্লাওয়ার্স ক্লাবে খুঁটি পূজোর মাধ্যমে ক্লাবের প্যান্ডেল তৈরীর কাজ শুরু করে করা হয়। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন নতুন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।