গোপাল সিং, খোয়াই, ১২ আগস্ট || খোয়াই জেলায় ৫৬টি গাও সভায় মোট আসন ৫৮৪ পঞ্চায়েত স্তরে, এর মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ৫৩২ আসনে।
মথা পাঁচটি আসনে বিজেপি’র সাথে রফা করেছে তেলিয়ামুড়া আর ডি ব্লকে এবং খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত কল্যাণপুর বিধানসভার ২টি আসনে বিজেপি’র সাথে রফা করেছে এবং খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত সিপাই হাওর গাঁও সভায় ও সমতল পদ্মবিল গাঁও সভায় সরাসরি লড়াই করছে শাসক বিজেপি দলের বিরুদ্ধে। ফলাফলের ভিত্তিতে এই দুই গাঁও সভায়, সমতল পদ্মবিল গাঁও সভায় মথা মোট ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪টি আসনে জয়ী হয়েছে এবং বিজেপি ৫টি আসনে জয়ী হয়েছে। সিপাই হাওর গাঁও সভায়ও পাল্লা দিয়ে লড়ছে মথা, এখানে প্রবল প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নিয়েছে শাসক বিজেপি একটি আসনেও মথা জয়ী হয়নি। এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী সিপিআই(এম) ও কংগ্রেস পঞ্চায়েত স্তরে খোয়াই জেলায় কোন আসন পায়নি, তেলিয়ামুড়া আর ডি ব্লকে পাঁচটি আসন সমঝোতার কারণে তিপ্রা মথা পেয়েছে, কল্যাণপুর বিধানসভার দুইটি আসন বিজেপির সঙ্গে এয়ারলাইন্স করে মথা পেয়েছে, যা খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত।
আপাতত খবর অনুযায়ী মথা ১১টি আসনে জয়লাভ করেছে পঞ্চায়েত স্তরে। খোয়াই জেলায় পঞ্চায়েত সমিতির ৩৭টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি ২০টি আসন জয়লাভ করেছে, নির্বাচন হয় ১৭টি আসনে। কল্যাণপুর তেলিয়ামুড়া আর ডি ব্লকে ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছে। খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত ২৫টি পঞ্চায়েত শাসকদল বিজেপির দখলে।