আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট || অল ত্রিপুরা ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের তরফ থেকে মঙ্গলবার সদর জেলা শাসকের নিকট পার্মিশনের জন্য সাক্ষাৎ করা হয়। এদিন এই সাক্ষাৎকারকালে উপস্থিত ছিলেন মেম্বার গোমতি জেলা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাহজাহান মিয়া, সদর ডিসটিক নাইন বোর্ড মেম্বার ভাইস প্রেসিডেন্ট উত্তম দাস, অমিত দেব, ডিস্টিক এডভাইজার রজত রায় প্রমুখ।