আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট || ভারতের স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে এবং দেশাত্মবোধের চেতনাকে ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে পালিত হচ্ছে “হর ঘর তিরঙ্গা” কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত তিনদিন ব্যাপী গোটা দেশের সাথে রাজ্যেও চলছে “হর ঘর তিরঙ্গা” কর্মসূচি।
এই কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা হয়। এদিন ত্রিবর্ণ রঞ্জিত বেলুন উড়িয়ে এবং সুসজ্জিত ভারতমাতার হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন অনুষ্ঠানে ‘হর ঘর তিরঙ্গা’ সেলফি পয়েন্টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে ছবি তুলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিশ্রামগঞ্জের সেন্ট জেভিয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা ব্যান্ড প্রদর্শন করে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে গোটা দেশের সাথে রাজ্যেও ২০২২ সালে প্রথমবার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করা হয়। দেশের স্বাধীনতা অর্জনে যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্যের শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধিকর্তা এন সি শর্মা।
