বাংলাদেশে সম্প্রতি সাংবাদিক হত্যায় কালো ব্যাজ ধারণ করে নীরব প্রতিবাদে রাজ্যের সাংবাদিকরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট || বাংলাদেশে সম্প্রতি নিহত সাংবাদিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার রাজ্যের সব সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করেছেন। সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে চরম হিংসাত্মক ঘটনায় পাঁচজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। কর্তব্য পালন করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন বহু সাংবাদিক। গুরুতর আহত অনেক সাংবাদিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিক ও সংবাদ মাধ্যমের উপর এই ধরনের হিংসাত্মক এবং বর্বরোচিত ঘটনায় রাজ্যের দশটি সাংবাদিক সংগঠন একজোট হয়ে বুধবার দুপুরে আগরতলা প্রেসক্লাবের প্রাঙ্গনে কালো ব্যাজ ধারণ করার মধ্য দিয়ে একদিকে নীরব প্রতিবাদ অপরদিকে নিহত সাংবাদিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা সংগঠনসমূহ থেকেও বিভিন্নভাবে প্রতিবাদ জানানো হয়েছে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পাশাপাশি ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি, খুমুলুং প্রেসক্লাব, ত্রিপুরা ডিজিটাল মিডিয়া সোসাইটি, ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব, আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সদস্যরাও এদিন এই শ্রদ্ধা জ্ঞাপন এবং প্রতিবাদ মুখর দুপুরে শামিল হয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*