সুব্রত দাস, গন্ডাছড়া, ১৪ আগস্ট || ১৫ই আগস্ট ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের ৭৮’তম স্বাধীনতা দিবস। ঐদিনটিকে সম্মান জানিয়ে অন্যান্য বছরের ন্যায় এবারও গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও চলছে তিরঙ্গা র্যালী উৎসব। অনুরূপ ভাবে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায়ও চলছে বিভিন্ন কর্মসূচি। গন্ডাছড়া মহকুমায় তিরঙ্গা র্যালী উৎসবের পাশাপাশি বুধবার গোটা মহকুমায় সকাল থেকেই শুরু হয় স্বচ্ছ ভারত অভিযান।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে বুধবার গন্ডাছড়া মহকুমা প্রশাসন, মহকুমা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং গন্ডাছড়া মার্চেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে মহকুমা সদর বাজারে সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। জানা যায়, বুধবার সকাল থেকে গন্ডাছড়া মহকুমা সদর বাজারে সাফাই অভিযানে নামে মার্চেন্ট এসোসিয়েশন, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং মহকুমা প্রশাসনের কর্মীরা। কর্মীরা হাসপাতাল চৌমুহনি থেকে শুরু করে মহকুমা সদর বাজার, অটো স্ট্যান্ড হয়ে পাকা ব্রিজ পর্যন্ত সাফাই করেন। এতে খুশী আমজনতা। বুধবারের এই সাফাই অভিযানে নেতৃত্ব দেন মহকুমা প্রশাসনের ডিসিএম বাবুল মালাকার, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষে চন্দ্রকুমার রিয়াং এবং মার্চেন্ট এসোসিয়েশনের পক্ষে সম্পাদক তরুণ দেবনাথ ও সুশান্ত দাস।