আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগস্ট || বৃহস্পতিবার ভারতবর্ষ উদযাপন করছে ৭৮’তম স্বাধীনতা দিবস। এই দিনটি উদযাপন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানীর কংগ্রেস ভবনে এবং জাতীয় পতাকা উত্তোলন করে পরে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। এদিন কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং অন্যান্য পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলন করা হয়।
অপরদিকে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনও এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করে। স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করে আজকের দিনটি উদযাপন করা হয়।