দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৩ মে ।। আগরতলার উড়াল পুল তৈরীর কথা বহু দিন আগে শোনা গেলেও এবার বাস্তবে রুপ নিতে যাছে এই উড়াল পুল। আগরতলায় জন থেকে যানবাহন বৃদ্ধির প্রবনতা আগামীতে কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেই হিসেবেই উড়াল পুল তৈরীর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বুধবার পূর্তমন্ত্রী বড়দোয়ালী সহ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন। ২.৩ কিঃমিঃ –এর প্রথম উড়াল পুল তৈরীতে প্রায় ২৪৯ কোটি টাকা খরচ হতে পারে বলে প্রথমিক হসেবে জানা গেছে। আস্তাবল থেকেও আরো একটি উড়াল পুল হওয়ার কথা রয়েছে আগামীতে।