আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট || আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার ছিল ভারতের ৭৮’তম স্বাধীনতা দিবস। গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হয় ভারতের ৭৮’তম স্বাধীনতা দিবস।
রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেল ময়দানে। এদিন সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আসাম রাইফেল ময়দানে পতাকা উত্তলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, রাজ্যের বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্যী, পুলিশ প্রশাসনের আধিকারিকগণ সহ পরিবার-পরিজনরা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক জনগণ।
এদিন আসাম রাইফেলস ময়দানে পতাকা উত্তলনের পর সুদৃশ্য প্যারেড ও কুচকাওয়াজের সেলামি গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। পরিশেষে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত আগরতলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, জানা-অজানা অসংখ্য দেশপ্রেমীদের ত্যাগ ও আত্মবলিদানের ফলে অর্জিত হয়েছে আমাদের বহুকাঙ্খিত স্বাধীনতা। তিনি বলেন, স্বাধীনতার ৭৮’তম বর্ষে দাঁড়িয়ে উন্নতি ও সমৃদ্ধিতে ভারতবর্ষ আজ বিশ্বপটলে এক উজ্জ্বলতম নাম।