আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট || পশ্চিম বঙ্গের আর জি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসককে ধর্ষনের পর খুন এবং ত্রিপুরা রাজ্যের উদয়পুরের শিক্ষক খুনে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করে বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠন। শুক্রবার এই প্রতিবাদ মিছিলটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে মেলারমাঠে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ডি ওয়াই এফ আই’র রাজ্য সম্পাদক নবারুণ দেব।