দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৩ মে ।। সাম্প্রতি এডিসি ভোটে কংগ্রেসের ফলাফলে সামগ্রিক যে প্রবনতা প্রকাশ পেয়েছে তাতে রাজ্যে তো বটেই দিল্লীতেও পৌঁছে গেছে বিপর্যয়ের বার্তা। এডিসি ভোটে কংগ্রেস তৃতীয় স্থানও দখল করতে পারেনি, নেমে গেছে চতুর্থ স্থানে। দেশের সঙ্গে এডিসি ভোটেও হাল বদলানোর ইঙ্গিতের জায়গায় বর্তমান রাজনৈতিক গতিপ্রকৃতি বিপর্যয়ের যে সঙ্কেত দিয়েছে তার কারন খুঁজতে আগামীকাল রাজ্যে আসছেন দলের রাজ্য পর্যবেক্ষক ভি নারায়ণ স্বামী। ফলাফলের বিশ্লেষন এবং কারন অনুসন্ধান করবেন শ্রী স্বামী। অন্যদিকে INPT’ও এডিসি ভোটের ফলাফলের বিশ্লেষনে বসছে ১৬ই মে।