মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের শাসনকাল ছিলো রাজ্যের ইতিহাসের এক স্বর্ণিম কালখণ্ডঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট || মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের শাসনকাল ছিলো রাজ্যের ইতিহাসের এক স্বর্ণিম কালখণ্ড। ১৯শে আগস্ট, সোমবার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৬’তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত উৎযাপন সমারোহ ও আলোচনায় উপস্থিত হয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষকতা, জ্ঞান-বিজ্ঞানের প্রসার, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরন সহ একাধিক ক্ষেত্রে সশক্ত ত্রিপুরা রাজ্যের ভিত্তি স্থাপিত হয়েছিল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আমলেই।
এদিন এই অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি এদিন শিক্ষা ও সংস্কৃতি রক্ষায় অনন্য অবদানের জন্য ২০২৪ সালের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি সম্মাননায় ভূষিত হয়েছেন বিধায়ক রামপদ জমাতিয়া। মুখ্যমন্ত্রী উনার হাতে স্মারক তুলে দেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*