সাগর দেব, তেলিয়ামুড়া, ২০ আগস্ট || দু’দিনের প্রবল বর্ষণে গোটা রাজ্যেই বিভিন্ন জায়গায় বণ্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে রাজ্যের নদীগুলো। মঙ্গলবার খোয়াই নদীর জল বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। বণ্যা পরিস্থিতিতে তেলিয়ামুড়া বিভিন্ন এলাকার বাড়ি ঘর ফেলে মানুষ আশ্রয় নিচ্ছে ক্যাম্পে।
এদিকে ডুম্বুর জলপ্রপাতের বাঁধ ইতিমধ্যে ছাড়া হয়ে গেছে ।প্রশাসনিক তরফে সকলকে নিকটবর্তী ক্যাম্পে আসার জন্য আবেদন করা হয়েছে।