সাগর দেব, তেলিয়ামুড়া, ২০ আগস্ট || সোমবার টানা বর্ষণের জেরে পাহাড়ের ধ্বস পড়ে মাটির ঘর ভেঙ্গে ঘরের ভেতর মাটির চাপা পরে মৃত এক নাবালক! ঘটনা তেলিয়ামুড়া চাম্পলাই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া দমকলবাহিনীর কর্মীরা। ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা চালায় দমকল বাহিনীর কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল কর্মীরা উদ্ধার করে মৃতদেহ। জানা যায়, মৃত নাবালকের নাম বীরেশ দেববর্মা, বয়স ১৪ বছর। ভয়াবহ ধ্বস পড়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য।