গোপাল সিং, খোয়াই, ১৪ মে ।। কোটি কোটি টাকার কেলেঙ্কারীর চাইতেও বড় কেলেঙ্কারী শিশু খাদ্যে ভেজাল, চুরির মতো অমানবিক ঘটনা। এই ঘটনা নতুন না হলেও খোয়াইতে এমন ঘটনা বিরলই। শিশু পুষ্টি উন্নয়ন প্রকল্পের অর্থে খোয়াই মহকুমার সিডিপিও’এর অন্তর্গত পূর্ব গনকী নজরুল পল্লী অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এমনই ঘটনার জেরে রাস্তা অবরোধে বসে স্থানীয় অভিভাবকরা। পূর্ব গনকী তাঁতী পাড়ায় এমনিতেই গরীব-শ্রমিক-মেহনতি মানুষের বাস। এসমস্ত পরিবারের শিশুরাই এই অঙ্গনওয়াড়ী কেন্দ্রে প্রাক-প্রাথমিক শিক্ষাগ্রহনের পাশাপাশি মিড-ডে-মিল গ্রহন করে। কিন্তু নজরুল পল্লী অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমনি ছায়ারানী পাল এবং তার সহযোগী কর্মী বাসন্তী দেবনাথ কঁচি-কাঁচাদের থালায় খিচুরির বদলে তুলে দিচ্ছেন পোকা-ময়লার সংমিশ্রনে তৈরী জাউ ভাত। তাছাড়া সিডিপিও অফিস থেকে যে চাল-ডাল সর্বরাহ করা হচ্ছে তাও নিম্নমানের। বালি, পোকা থাকার পাশাপাশি চাল-ডালের অনুপাতে হচ্ছে কারচুপি। অবশেষে বৃহস্পতিবার সকালে স্থানীয় অভিভাবক-অভিভাবিকারা এর প্রতিবাদ জানাতে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিকে ছুটেন। কিন্তু চতুর দিদিমনি ঘটনা আঁচ করতে পেরে আগেই কেটে পড়েন। মায়েদের অভিযোগ কেন্দ্রীয় সরকার সমস্ত অর্থের বরাদ্দ করলেও সিডিপিও অফিস এর কর্মীরা তা লুটে-পুটে খাচ্ছে। আর তা হচ্ছে প্রশাসনিক পর্যায়ে যুগ যুগ ধরে অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলির খবরাখবর না নেওয়ার ফলেই। আর তাই ক্ষুব্ধ অভিভাবক-অভিভাবিকারা দীর্ঘক্ষন রাস্তা অবরোধ করে এই ঘটনার প্রতিবাদ জানান। পূর্ব গনকী তাঁতী পাড়ায় এনিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।