ভারী বর্ষণের ফলে নদীর জল বিপদ সীমার উপর, বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে খোয়াই মন্ডল সভাপতি

গোপাল সিং, খোয়াই, ২০ আগস্ট || জলমগ্ন খোয়াই এর বিভিন্ন এলাকা। ভারী বর্ষণের ফলে খোয়াই নদীতে জল বৃদ্ধি এবং বিভিন্ন এলাকায় জল জমে গিয়ে মানুষের সাধারণ জীবনে হয়রানী। টানা বর্ষনের ফলে আজ খোয়াই নদীর জল বিপদ সীমার উপর দিয়ে চলছে। যেকোনো সময় বড় ধরনের বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন জনসাধারণ। এদিকে খোয়াইতে প্রশাসনের পক্ষ থেকে খোয়াই শহরের অলিগলিতে মাইকিং করে ঘোষণা করে দেওয়া হয়েছে যেন নদীর ধারে যাদের বাড়ি ঘর রয়েছে তারা যেন অন্যত্র সরে গিয়ে আশ্রয় নেয়।
এদিন খোয়াইতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। তিনি বন্যায় পশ্চিম গণকী এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলেন। যারা শ্রীকৃষ্ণ পাঠশালা স্কুলে আশ্রয় নিয়েছে এবং তাদের নিবাস ও আহারের ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*