আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট || নিজের বিধানসভা কেন্দ্রেও সুরক্ষিত নন বিধায়ক গোপালচন্দ্র রায়। আক্রান্ত হন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ৯-বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। আগরতলা শহরের কলেজ টিলা এলাকায় সকালে তিনজন দুষ্কৃতীকারী আক্রমনের চেষ্টা করেন উনাকে। এই ঘটনায় আগরতলা পূর্ব থানায় একটি মামলাও করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক গোপাল চন্দ্র রায় একথা জানান। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট একটি চিঠি দেবেন তিনি। পাশাপাশি কঠোর হস্তে দমন করা দাবি জানান গোপাল বাবু। তিনি বলেন, গত ৫০ বছরের মধ্যে এমন ঘটনা কোন সময় হয়নি। এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে না গ্রেফতার না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবেন তিনি। যদি এর বিচার না পায় তাহলে বিধানসভাতে অনশনে বসবেন বিধায়ক গোপাল বাবু।