আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট || সোমবার সারা রাত প্রবল বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পরে আগরতলার বিভিন্ন এলাকা। মঙ্গলবার রাজধানীর আড়ালিয়া রিসিভ কলোনি স্কুলে শরণার্থী শিবির করা হয়েছে। যাদের বাড়িতে কিংবা ঘরে বন্যার জল ঢুকে গিয়েছে তাদের আশ্রয়ের জন্য সরকারি ভাবে তাদেরকে শরণার্থী শিবির তথা নিরাপদ জায়গায় আনা হয়েছে বলে জানিয়েছে শরণার্থী শিবিরের এক ব্যক্তি।