আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || অতি ভারী বৃষ্টি পাত এবং রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার রাজ্যের সমস্ত বিদ্যালয় বন্ধের ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি রাজ্যের সমস্ত কলেজ গুলিও বন্ধ থাকবে বলে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন মূখ্যমন্ত্রী।