দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ মে ।। ভূমিকম্পের প্রবল আক্রোশে হিমালয় কন্যা নেপালের সর্বত্র স্বজন হারানোর আর্তনাদ গোটা পৃথিবীকে শোকগ্রন্থ করে তুলেছে। জীবনের বিভীষিকার এই চরম আঘাতে নেপাল ধ্বংশের ছবিতে পরিণত হয়েছে। বিশ্ব জুড়ে ত্রান সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার নেপালের শোকার্ত বিপর্যস্থ মানুষের জন্য ত্রান সংগ্রহে পথে নামেন CPI(M) –এর সদর মহকুমা কমিটি নেতৃবৃন্দ। প্যারাডাইস চৌমূহনী থেকে শুরু হয় ত্রান সংগ্রহ অভিযান। ত্রান সংগ্রহ অভিযানে ছিলেন CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর সহ CPI(M) সদর মহকুমা কমিটি–এর নেতৃবৃন্দরা।