আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || ক্রমাগত প্রবল বর্ষণে এবং অতি ভারী বৃষ্টিপাতে জলমগ্ন আগরতলা শহর। আগরতলার প্রাণকেন্দ্রে জলস্তর বৃদ্ধি পাওয়াতে প্রশাসনের তরফে নামানো হয়েছে বোট। সমানতালে কাজ করছে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরাও। ছবিতে রাজধানী আগরতলা সিটি সেন্টার ও আই জি এম হাসপাতাল চৌমূহনী এলাকার বর্তমান পরিস্থিতি।
ইতিমধ্যেই, রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার রাজ্যের সমস্ত বিদ্যালয় বন্ধের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি রাজ্যের সমস্ত কলেজ গুলিও বন্ধ থাকবে বলে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন মূখ্যমন্ত্রী।