খোয়াই মহকুমার বিভিন্ন এলাকা জলমগ্ন, প্রশাসনের তরফে খোলা হয়েছে ৪০টির মতো শরনার্থী শিবির

গোপাল সিং, খোয়াই, ২১ আগস্ট || টানা বৃষ্টির জেরে খোয়াই মহকুমার বিভিন্ন এলাকা জলমগ্ন। ইতিমধ্যে খোয়াই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। খোয়াই নদীতে বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীর জল। খোয়াই পুর পরিষদ অফিস চত্বর সহ গোটা এলাকাও জলমগ্ন। পাশেই রয়েছে শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল। এই স্কুল মাঠে শুরু হয়েছিল আনন্দ মেলা। কিন্তু গোটা মেলা চত্বর জলে ডুবে আছে। এছাড়া স্কুল সংলগ্ন এলাকা এবং শহরের প্রাণকেন্দ্রে বাড়ি-ঘরে জল ঢুকতে শুরু করেছে। খোয়াই প্রশাসনের পক্ষ থেকে ৪০টির মতো শরনার্থী শিবির খোলা হয়েছে, যেখানে ১০ হাজারেরও বেশী মানুষ আশ্রয় নিয়েছেন বলে খবর। খোয়াই নদী ক্রমশঃ ফুসছে। সন্ধ্যার পর থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। সময় যত এগুচ্ছে ততই খোয়াই নদীর জলস্তর বাড়ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*