আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || অবিরাম বৃষ্টিপাতের ফলে আগরতলা শহরের জলমগ্ন রাস্তায় নৌকা দিয়ে বাসভবন থেকে সচিবালয় অফিসে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এসময় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এর আগে ত্রিপুরায় এভাবে বৃষ্টিপাত হয় নি। গত দুদিনে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এন ডি আর এফ এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন জায়গায় জলবন্দি নাগরিকদের উদ্ধারকার্য পুরোদমে চালু রয়েছে।