দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ মে ।। সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে কংগ্রেসের সূচনীয় ফলাফলে দলের সব মহলেই উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে, চলছে হিসেব নিকেশ। ভোটের ফলাফলের কারন অনুসন্ধান ও বিশ্লেষনে এসেছেন দলের রাজ্য পর্যবেক্ষক ভি নারায়ণ স্বামী। কংগ্রেস ভবনে দলের শীর্ষস্তরের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় ভি নারায়ণ স্বামী দলের ভাবমূর্তি পুনরুদ্ধারে সাংগঠনিক শক্তি বৃদ্ধির কথার পাশাপাশি ঐক্যের কথা বলেছেন। জানাগেছে ভি নারায়ণ স্বামী এডিসি’র ভোটে পরাজিত প্রার্থীদের সাঙ্গেও একান্তে বৈঠক করবেন।