সুব্রত দাস, গগন্ডাছড়া, ২২ আগস্ট || গন্ডাছড়া মহকুমায় জলস্পিতি ক্রমশঃ বাড়ছেই। ত্রাণ শিবিরের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে শরণার্থীদের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত গন্ডাছড়া মহকুমায় ত্রাণ শিবিরের সংখ্যা দাঁড়িয়েছে একুশটিতে। শরণার্থীদের সংখ্যা প্রায় দেড় হাজার। বৃহস্পতিবার পর্যন্ত গন্ডাছড়ায় জলের উর্ধগতি বেড়েই চলেছে। ফলে প্রতিটি নিম্নাঞ্চল বা সমতল অঞ্চল থেকে কাতারে কাতারে জাতি জনজাতি অংশের লোকজন ঘরবাড়ি গবাদী পশু ফেলে ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে। গন্ডাছড়া মহকুমা সদর থেকে বাইরে যাওয়ার প্রায় সব কয়টি রাস্তা বন্ধ হয়ে পড়েছে। অভাব অনটন প্রায় ঘরে ঘরে। বহু লোকের বসত ঘর জলের তুরে লুটিয়ে পড়েছে। বহু লোকের ঘরে কোমর সমান জল প্রবেশ করেছে। মহকুমা প্রশাসনের তরফে প্রতিটি ত্রাণ শিবিরে কড়া নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে বর্তমান বন্যা পরিস্থিতিতে নাজেহাল অবস্থা গন্ডাছড়া মহকুমার।