আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট || রাজ্যের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। বৃহস্পতিবার জয়নগরস্থিত ডঃ বি আর আম্বেদকর স্কুলের শরণার্থী শিবির পরিদর্শনকালে একথা জানান আশীষ বাবু। এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শিবিরে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। বন্যা দুর্গতদের যথাসম্ভব প্রশাসনের সহায়তা প্রদানের দাবি রাখেন আশীষ বাবু। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে যথাসম্ভব বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে রাজ্য সরকার যেন এগিয়ে আসে। বন্যা পরবর্তীতে তাদের ঘর দুয়ার ঠিক করতে আর্থিক সহায়তা প্রদান করারও দাবি রাখেন তিনি। অপরদিকে তিনি বলেন, ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খর্গে ও রাহুল গান্ধী তাদের এক্স হ্যান্ডেলে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যের পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের আছে যেন কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতৃত্ব তুলে ধরেন সেই আবেদন রাজ্য সভাপতি চিঠির মাধ্যমে তাদেরকে জানিয়েছেন।