আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট || রাজ্যে বন্যায় উদ্ভুত এই পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মুখ্যসচিব ও অন্যান্য সচিবদের সাথে নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন এই পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। নাগরিকদের বন্যা কবলিত স্থান থেকে উদ্ধার করার পাশাপাশি যত দ্রুত সম্ভব ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।