দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ মে ।। ভারতের ছাত্র ফেডারেশনের জয়নগর মেলারমাঠ অঞ্চল কমিটির ব্যবস্থাপনায় জয়নগরস্থিত ডঃ বি আর আম্বেদকর স্কুলে গ্রীষ্মকালীন কোচিং সেন্টারে এলাকার দুস্থ পরিবারের পড়ুয়ারা নিঃখরচায় পড়াশুনার সুযোগ পেয়েছে। ডঃ বি আর আম্বেদকর স্কুলে ২৮শে এপ্রিল থেকে শুরু হওয়া এই কোচিং সেন্টারে ষষ্ঠ থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীদের পাঠদান করা হয়। SFI –র ডঃ বি আর আম্বেদকর স্কুলে কোচিং সেন্টারে ৯ই মে রক্তদান শিবিরে ছাত্র ছাত্রী, অবিভাবকরা প্রায় ৪৫ জন সেচ্ছায় রক্তদান করেছেন। ১৫ দিন ব্যাপী জয়নগরস্থিত ডঃ বি আর আম্বেদকর স্কুলে SFI –র জয়নগর মেলারমাঠ অঞ্চল কমিটি গ্রীষ্মকালীন কোচিং সেন্টারে সমাপ্তি দিবসে বৃহস্পতিবার মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সহ বিধায়ক রতন দাশ, SFI –র রাজ্য সম্পাদক নবারুন দেব, সভানেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্যরা। কোচিং সেন্টারে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের মিষ্টি, কলম তুলে দেয়া হয়। খলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আর্টে যারা সাফল্য লাভ করেছে তাদের পুরস্কার দেওয়া হয় ডঃ বি আর আম্বেদকর স্কুলে SFI –র গ্রীষ্মকালীন কোচিং সেন্টারের সমাপ্তি দিনে।